চবি ছাত্রলীগের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া
প্রকাশিতঃ 4:45 pm | January 21, 2018
চবি করেসপন্ডেন্ট | কালের আলো:
আগের শত্রুতার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও শাহ জালাল হলের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও দুপুর আড়াইটা পর্যন্ত তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও সিএফসির মধ্যে এ উত্তেজনা চলছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও সিক্সটি নাইন নিয়ন্ত্রণ করা মনসুর আলম বলেন, ‘গতকাল (শনিবার) ও আজকে (রোববার) তারা (সিএফসি) আমাদের ছোট ভাইদের ওপর বিনা উস্কানিতে খারাপ আচরণ ও হামলা করেছে। তাই ছোট ভাইরা তাদের প্রতিহত করেছে।’
ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও সিএফসির নেতা আব্দুর হান্নান সাব্বির বলেন, ‘সামনে কমিটি গঠন বানচাল করতেই আমাদের ছোট ভাইদের ওপর হামলার চেষ্টা করছে। আজকেও তাদের (সিক্সটি নাইন) লোকজন বিনা উস্কানিতে ঝামেলা করার চেষ্টা করেছে।’
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ মহসিন মজুমদার বলেন, ‘সকালে দুপক্ষের মধ্যে ঝামেলা হলেও বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সতর্ক অবস্থানে আছি।’