ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত বেড়ে ১১৬
প্রকাশিতঃ 1:25 pm | September 30, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ
ইকুয়েডরের কারাগারে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যকার দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। এটিই দেশটির ইতিহাসের কারাগারে সবচেয়ে নৃশংস সহিংসতার ঘটনা বলে জানিয়েছে সরকারি কর্মকর্তারা।
মঙ্গলবারের (২৯ সেপ্টেম্বর) এ ঘটনা নিয়ে চলতি বছর আন্দিজ পর্বতমালার এ দেশটির কারা ব্যবস্থায় তৃতীয়বারের মতো প্রাণঘাতী দাঙ্গার ঘটনা ঘটল। এই দাঙ্গায় অন্তত পাঁচ জনের শিরচ্ছেদ করা হয়েছে। আর বাকিরা গুলিতে নিহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ কমান্ডার ফাউস্তো বুয়েনানো জানান, প্রায় চারশ’ পুলিশের চেষ্টায় কারাগারের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা হয়েছে। কারাগারটিতে মূলত মাদক চক্র সংশ্লিষ্ট অপরাধীদের বন্দি রাখা হতো।
পুলিশ কর্মকর্তা ফাউস্তো বুয়েনাও আরও বলেন, কারাগারের বন্দিরাও গ্রেনেড ছোড়ে। ওই কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪০০ জন পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছিল। কারাগারটিতে আন্তর্জাতিক মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অপরাধীরা বন্দি ছিলেন।
দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর শক্তিশালী মাদক পাচারকারী চক্রের নির্দেশে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। চক্রটি এখন ইকুয়েডরে সক্রিয়ভাবে কাজ করছে।
ইকুয়েডরের কারাগার সেবার পরিচালক বলিভার গার্জন স্থানীয় একটি রেডিওকে বলেছেন, পরিস্থিতি ভয়াবহ। গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) এক হাজার ৪০০ পুলিশ কারাগারের নিয়ন্ত্রণ নিয়েছিল। কিন্তু ওই রাতে আবারও গুলি, বিস্ফোরণ ও অন্যান্য জিনিসি দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে (স্থানীয় সময়) আমরা কারাগারটির ওপর পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করি। পরে ভিতরে প্রবেশ করে আরও মরদেহ উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, ইকুয়েডরে কারাগারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর সংঘর্ষের ঘটনার মধ্যে এটি সবচেয়ে মারাত্মক। এর আগে গত ফ্রেরুয়ারিতে কারাগারে মারামারির ঘটনায় ৭৯ জন বন্দি নিহত হয়েছিল।
কালের আলো/টিআরকে/এসআইএল