যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

প্রকাশিতঃ 8:40 pm | September 12, 2021

কালের আলো সংবাদদাতা:

মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে ঘটনাস্থলে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। রবিবার (১২ সেপ্টম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ১৫ জন।

নিহতরা হলেন শালিখা উপজেলার শতখালী গ্রামের আনসার সর্দার এর মেয়ে নাজমা খাতুন (৩০), একই উপজেলার দিঘলকান্দি গ্রামের বারিক বিশ্বাসের স্ত্রী সহিরুন বেগম (৪৫), বাসের হেলপার মামুন। আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মাছুদুর রহমান জানান, দুপুরে ঢাকা মেট্রো-ব এন-১৪১১৬৪ নম্বর যাত্রীবাহী বাসটি যশোর থেকে মাগুরার উদ্দেশে ছেড়ে আসে। দুপুর সাড়ে তিনটার দিকে শালিখার রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে মাগুরা থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে ক্রেন দিয়ে বাসটিকে টেনে পানি থেকে উপরে তোলে। এ সময় বাসের ভেতর ও তলে থেকে চাপা পড়া অবস্থায় চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দমকলবাহিনী ও পুলিশ হতাহতদের উদ্ধার করেছে।

কালের আলো/টিআরকে/এসআইএল