‘দুর্নীতি ও দুর্নীতিবাজের বিরুদ্ধে জাসদের সংগ্রাম অব্যাহত থাকবে’
প্রকাশিতঃ 1:21 am | January 20, 2018

স্টাফ করেসপন্ডেন্ট | কালের আলো::
দুর্নীতি ও দুর্নীতিবাজের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় সহ-সম্পাদক ও মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু।
তিনি বলেন, দুর্নীতি ও দুর্নীতিবাজের বিরুদ্ধে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে ফুলবাড়িয়াকে দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।
চাকরির নিয়োগ বাণিজ্য বন্ধ করা হবে। অবহেলিত ফুলবাড়িয়া পৌরসভাকে প্রথম শ্রেণিতে উন্নীত করা হবে। উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি ২’শ শয্যায় উন্নীত করা হবে।
শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় জোরবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬নং ফুলবাড়ীয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জাসদের কর্মী সমাবেশে তিনি এসব অঙ্গীকারের কথা জানান।
সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ১৪ দলের প্রার্থী হিসেবে দীর্ঘদিন যাবত ফুলবাড়িয়া উপজেলা চষে বেড়াচ্ছেন। তাঁর ইতিবাচক বক্তৃতায় স্থানীয় জনসাধারণ উদ্দীপ্ত হয়ে উঠেছে।
ভোটাররা নতুন স্বপ্ন বুনছে হাসানুল হক ইনু’র নেতৃত্বাধীন দলটির এ প্রার্থীকে নিয়ে।
সম্প্রতি তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি ফুলবাড়িয়া ডিগ্রী কলেজ মাঠে এক বিশাল জনসভা করে সৈয়দ মিন্টুকে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। সৈয়দ মিন্টু’র হাত ধরে ওয়ার্ড পর্যায় থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দলটি।
এ কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় জাসদ নেতা মোঃ মোজাম্মেল হক মীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোট ময়মনসিংহ জেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক মো: শামসুল আলম খান, ফুলবাড়ীয়া উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শরিয়তুল্লাহ মাস্টার,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আজহারুল ইসলাম হেলাল, প্রচার সম্পাদক মেছের আলী ফকির, ৬ নং ফুলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি ফজলুল হক মাস্টার, ৩ নং কুশমাইল ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ৭ নং বাকতা ইউনিয়ন জাসদের সভাপতি সাংবাদিক ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক ডাঃ নুরুল আমিন দুলাল, নূর মোহাম্মদ নুরু মেম্বার, ১০ নং কালাদহ ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক মোঃ সুরজ আলী প্রমুখ।
কর্মী সমাবেশে মো: শফিকুল ইসলাম তাঁরা’কে সভাপতি, মোঃ শাহাবুদ্দিন’কে সাধারণ সম্পাদক ও মো: ইউনুস আলী খলিফা’কে সাংগঠনিক সম্পাদক করে জাসদের ২৩ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
কালের আলো/অএইচ