স্বপ্নের সার্ভার হ্যাক করে ভুয়া ভাউচার, গ্রেপ্তার ৩
প্রকাশিতঃ 4:34 pm | August 08, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
সুপার শপ স্বপ্নের ডিজিটাল সিস্টেম হ্যাক করে ১৮ লাখ টাকা মূল্যের ভাউচার তৈরি করেছে একটি চক্র। এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
রবিবার (৮ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি প্রধান ডিআইজি আসাদুজ্জামান এসব তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- নাসিমুল ইসলাম, রেহানুর হাসান রাশেদ ও রাইসুল ইসলাম।
তাদের কাছ থেকে ৬টি মোবাইল সেট, ২টি ল্যাপটপ, একটি সিপিইউ, ক্রিপ্টোকারেন্সি, নগদ টাকা, ইলেকট্রনিক কার্ড ও স্বপ্নের ই-ভাইচারের মাধ্যেমে কেনা বিপুল পরিমাণ পণ্য জব্দ করা করা হয়।
সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, এই চক্র দেশি-বিদেশি অনেক ওয়েব সাইট হ্যাক করে টাকা দাবি করেছে। এর মধ্যে দেশীয় কিছু নামাদামি ই-কমাার্স প্রতিষ্ঠান রয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে, স্বপ্নের ডিজিটাল সিস্টেম হ্যাক করে তারা ১৮ লাখ টাকার ডিজিটাল ভাউচার জেনারেট করে ফেইসবুক গ্রুপের মাধ্যমে ২৫ শতাংশ ছাড়ে কয়েকটি ই-কমার্স ইউজারদের কাছে বিক্রি করে। এভাবে তারা জালিয়াতির মাধ্যমে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়ে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে জমা করে।
এভাবে তারা বাংলাদেশি বিভিন্ন এয়ারলাইন্স, বাস কোম্পানি, ইলেকট্রনিক গেজেট, চেইন আউটলেটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত করার কথা ‘স্বীকার করেছে’ বলে জানান সিটিটিসির প্রধান।
তিনি জানান, তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।
কালের আলো/আরএস/এমএইচএস