পরীমণি রাজ পিয়াসা মৌকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন পেশার মানুষের নাম পাওয়া যাচ্ছে: সিআইডি
প্রকাশিতঃ 4:22 pm | August 08, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
সিআইডির জিজ্ঞাসাবাদে থাকা কথিত প্রযোজক নজরুল ইসলাম রাজ, চিত্রনায়িকা পরীমণি, মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের ব্ল্যাকমেইল কর্মকাণ্ডের সাথে জড়িত বিভিন্ন পেশার অনেকের নামই পেয়েছে সংস্থাটি। সেগুলো যাচাই-বাছাই করে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিআইডি অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।
রবিবার (৮ আগস্ট) মালিবাগে সিআইডি সদর দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, অনেক মানুষের সঙ্গে সম্পৃক্ততার কথা আসছে। আমরা অনেকের নাম পাচ্ছি। সেগুলো আমরা যাচাই-বাছাই করছি।
এ চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে করা পৃথক মামলাগুলো শুক্রবার রাতে সিআইডিকে বুঝিয়ে দেওয়া হয়। এরপর সিআইডিতে তাদের হস্তান্তর করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) শাখা। এরপর হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে সিআইডি।
গত ৪ আগস্ট পরীমণির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বাসা থেকে মাদক উদ্ধারের কথা জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একইদিন রাতে প্রযোজক নজরুল ইসলাম রাজকেও আটক করা হয়। পরে বনানী থানায় পরীমণি ও রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়।
রাজধানীর বারিধারা এলাকা থেকে মাদকদ্রব্যসহ ফারিয়া মাহাবুব পিয়াসা এবং মোহাম্মদপুর থেকে ইয়াবাসহ মরিয়ম আক্তার মৌকে গত ১ আগস্ট মধ্যরাতে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
কালের আলো/আরএস/এমএইচএস