বিপুল মাদকসহ পরীমণি আটক
প্রকাশিতঃ 6:35 pm | August 04, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
ঢাকাই সিনেমার বহুল বিতর্কিত অভিনেত্রী পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীর বাসা থেকে তাকে আটক করেন র্যাব সদস্যরা।
র্যাবের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি এখন র্যাব হেফাজতে আছেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
এর আগে বিকালে পরীমণির বাসায় ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে অভিযান চালায় র্যাব। অভিযান চালানোর পর তাকে সেখান থেকে আটক করা হয়।
এর আগে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা পরীমণির বাসায় র্যাব অভিযান পরিচালনা করেছে।

এর আগে র্যাব সদস্যরা যখন বাসায় প্রবেশের জন্য কলিং বেল চেপে যাচ্ছিলেন, তখন পরীমণি দরজা না খুলে বাসার ভেতর থেকে ফেসবুক লাইভে যান।
ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, তাঁর বাসায় সাদা পোশাক পরা ব্যক্তিরা ভাঙচুর করছেন। এজন্য তিনি গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা চান এবং তাঁকে রক্ষা করার আকুতি জানান।
পরীমণি বলেন, ওই ব্যক্তিরা বাসার গেট ভেঙে উপরে এসে বারবার কলিং বেল বাজাচ্ছেন। পরিচয় জানতে চাইলে তারা র্যাবের লোক বলে দাবি করছেন। তাদের গায়ে বিভিন্ন রঙের পোশাক থাকায় বিশ্বাস করতে পারছি না।
ফেসবুক লাইভে দেখা যায়, দরজার বাইরে থেকে শব্দ আসছিল ‘আমরা র্যাব সদস্য’। এ কথা শুনেও ঘণ্টাখানেক দরজা বন্ধ রাখেন তিনি। পরে যখন তিনি গেট খুলে দেন তখন উপস্থিত র্যাব সদস্যদের উদ্দেশ্যে পরীমণি বলেন, ‘আমি ভয় পেয়েছি, তাই গেট খুলিনি। কী করব, আমার হুঁশ নেই’।
কালের আলো/এসআরবি/এমআরকে