আমিও চাই না সিআরবির পরিবেশ নষ্ট হোক : তথ্যমন্ত্রী

প্রকাশিতঃ 8:16 pm | July 23, 2021

কালের আলো ডেস্কঃ

বন্দরনগরী চট্টগ্রামের ‘ফুসফুস’ সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রক্রিয়ার বিরোধিতায় সামিল হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি জানিয়েছেন, হাসপাতাল নির্মাণ প্রক্রিয়ায় সিআরবির পরিবেশ নষ্ট হোক তা তিনি চান না।

শুক্রবার (২৩ জুলাই) এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী লিখেছেন, ‘সিআরবিতে পরিবেশ নষ্ট হোক, গাছপালা কাটা হোক সেটি আমি নিজেও ব্যক্তিগতভাবে চাই না এবং সরকার জনগণের বিপক্ষে কোনও কাজ করবে না।’

‘চট্টগ্রামের সিআরবি একটি নান্দনিক ও ঐতিহাসিক জায়গা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ সংরক্ষণের জন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করার ক্ষেত্রে বলিষ্ঠ পদক্ষেপ রাখার কারণে তিনি ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পদকে ভুষিত হয়েছেন। সুতরাং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর হাত দিয়ে পরিবেশ নষ্ট হয় এমন কোনো কাজ হবে না।’

https://www.facebook.com/555316044543961/posts/4205549846187211/

কালের আলো/বিএস/এমএম