দেশে করোনায় মৃত্যু বেড়েছে

প্রকাশিতঃ 4:21 pm | May 28, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টা ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু বেড়ে ১২ হাজার ৫১১ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৮ জন। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ৭ লাখ ৯৬ হাজার ৩৪৩ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৪৯৭টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৩৮৮টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৬০৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ এক হাজার ৮৭৪টি।

একই সময়ে নমুনা পরীক্ষার হিসাবে রোগী শনাক্তের হার ৯ দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত রোগী শনাক্ত হার ১৩ দশমিক ৪৯ শতাংশ।

কালের আলো/এসবি/এমএম