সবক্ষেত্রে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করাই বর্তমান সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ 2:23 pm | May 22, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
মানুষের ভাগ্য পরিবর্তনে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবক্ষেত্রে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করাই বর্তমান সরকারের লক্ষ্য।
শনিবার(২২ মে) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পাঠানো ভিডিওবার্তায় এ কথা বলেন তিনি। ভিডিও বার্তায় মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানান তিনি।
সরকারপ্রধান বলেন, সকল ক্ষেত্রে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চাই এবং জাতির পিতার আদর্শ নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ।
এ সময় শেখ হাসিনা চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।
কালের আলো/এনএল/পিএমকে