রোববার খুলছে কবি নজরুল বিশ্ববিদ্যালয়

প্রকাশিতঃ 1:35 pm | June 30, 2018

জাককানইবি সংবাদদাতা, কালের আলো:

গ্রীষ্মকালীন, পবিত্র জুমাতুল বিদা, শবেকদর ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল রোববার খুলছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

ইতিমধ্যে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে। খুলে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের আবাসিক হল অগ্নিবীণা ও দোলনচাপা।

রোববার থেকে ক্লাস শুরু হবে বলে নিশ্চিত করেছেন উপচার্য দফতরের উপ-পরিচালক (তথ্য ও জনসংযোগ) হাফিজুর রহমান।

তিনি বলেন,গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ছুটি শেষ হয়েছে। কিন্তু সাপ্তাহিক দুদিন বন্ধ থাকায় আগামীকাল রোববার থেকে সব বিভাগের নিয়মিত ক্লাস ও পরিক্ষা শুরু হবে।

উল্লেখ্য যে, গ্রীস্মকালীন অবকাশ, পবিত্র রমজান, জুমাতুল বিদা,শবেকদর, ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা ২৭ মে ২০১৮ থেকে ২৮ জুন ২০১৮ বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘেষণা করা হয়।

কালের আলো/প্রতিনিধি/ওএইচ