‘স্যাটেলাইট নিয়ে মূর্খের মতো কথা বলছে বিএনপি’

প্রকাশিতঃ 5:28 pm | May 15, 2018

নিজস্ব প্রতিবদেক, কালের আলো:

বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত দেবে আদালত, এটা সরকারের কোনো বিষয় নয় বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

মঙ্গলবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে বিএনপি মূর্খের মতো কথা বলছে।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘খুব সুন্দরভাবে খুলনা সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। কিছুক্ষণ পর দেখা যাবে, বিএনপি বলবে তারা নির্বাচনে নাই। আর যখন দেখা যাবে নির্বাচনে হেরে গিয়ে তখন বলবে নির্বাচনে কারচুপি হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচন সময় মতোই হবে, কে আসল বা আসল না, খালেদা জিয়া জামিন পেল কি পেল না, সেটা নিয়ে মানুষের ভাবার এত সময় নেই। এই বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত। নির্বাচনে এলে ভালো কথা, না এলে আস্তাবলে যাবে।’

কালের আলো/এসডিএস