অবিরাম ছুটন্ত পথে আসিফ কেবলই থামছেন ভোটারদের কাছে!
প্রকাশিতঃ 7:14 pm | January 16, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
শীতের জবুথবু ভাব যেন নিমিষেই উবে গেছে। সকাল, সন্ধ্যা বা রাত বলে কথা নেই যেন। প্রচারণায় ঘাম ঝরানো সময় পার করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ৩৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসিফ আহমেদ। ভোটারদের মন জোগাতে তাদের দ্বারে দ্বারে ঘুরছেন।
আরও পড়ুন: ‘গরিববান্ধব’ আসিফ বৈষম্যের উর্ধ্বে পরিচালনা করতে চান ৩৩ নম্বর ওয়ার্ড!
ওয়ার্ডের পাড়া মহল্লার ভোটারদের দূয়ারে দূয়ারে গিয়ে নিজের নির্বাচনী প্রতীক ঘুড়ির জন্য ভোট চাইছেন। চষে বেড়াচ্ছেন অলিগলি। সমস্যায় জর্জরিত ওয়ার্ডটিকে নতুন অবয়বে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। তরুণ-জুয়ান-বুড়ো বা নারীরা সবাই তাঁর সঙ্গে সক্রিয় হয়ে উঠেছেন।
সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে আসিফ আহমেদই ওয়ার্ডটিকে বাসযোগ্য রাখতে তারুণ্যের শক্তিতে বলীয়ান হয়ে কাজ করতে পারবেন এমন ভাবনায় তাঁর পক্ষে জোয়ার তুলেছেন খোদ ওয়ার্ডের সচেতন নাগরিকরাই। শুধু কী তাই?
আরও পড়ুন: ‘নো ড্রাগস’ ওয়ার্ড হিসেবে ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডকে গড়তে চান আসিফ
প্রচারণার এই কৌশল ছাড়াও ৩৩ নম্বর ওয়ার্ডটিতে কান পাতলেই শোনা যাচ্ছে আসিফের পক্ষে মৌলিক কিংবা প্যারোডি সব রকমের নির্বাচনী গান। হরেম রকমের গান এবং বৈচিত্র্যময় সুরে মিলছে ছন্দ।

গান বাজিয়ে প্রচারণায় রয়েছে আবার নানান ঢং। রিকশা, ভ্যান বা ছোট যানে বাজছে এসব বাহারী গান।
এতে পাড়া-মহল্লায় সাড়াও পাচ্ছেন বেশ। রিকশা-ভ্যানে ছন্দময় স্লোগানে তাঁর পক্ষে ভোট চেয়ে করা হচ্ছে মাইকিং। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে এবং পত্রিকার সঙ্গে লিফলেট পাঠিয়েও করা হচ্ছে ভোট প্রার্থনা।
আরও পড়ুন: গানে গানে আসিফের প্রচার; ভোট প্রার্থনায় এনেছে নতুন মাত্রা
মোহাম্মদপুর হাউজিং, কাটাসুর, জাপান গার্ডেন সিটি, ঢাকা উদ্যান, চন্দ্রিমা উদ্যান নিয়ে গঠিত ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের বর্তমান বহিস্কৃত কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব সন্ত্রাস ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে কারান্তরীণ। তাঁর কয়েক বছরের কান্ডকীর্তিতে তিক্ত অভিজ্ঞতা রয়েছে স্থানীয় ওয়ার্ডের বাসিন্দাদের।
ফলে নির্বাচনী ঢোল বাজতে শুরু করতেই স্বচ্ছ ভাবমূর্তির পরিচ্ছন্ন একজন প্রার্থী প্রত্যাশা করেছিলেন স্থানীয় সচেতন নাগরিকরা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগও তাদের নিরাশ করেনি।

আওয়ামী লীগের রাজনৈতিক পরিমন্ডলে বেড়ে উঠা স্থানীয় থানা আওয়ামী লীগের তরুণ নেতা আসিফ আহমেদকেই বেছে নিয়েছে দলটি।
আরও পড়ুন: কাউন্সিলর প্রার্থী আসিফের জন্য ভোট চাইলেন যুবলীগ সা: সম্পাদক নিখিল
আসিফও ভোটের মাঠে নামতেই স্বত:স্ফূর্ততার সঙ্গেই তাঁর পক্ষে প্রচারণায় নেমে পড়েছেন ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অমানিশার ঘোর কালিতে আচ্ছাদিত ৩৩ নম্বর ওয়ার্ডটিতে যেন চাঁদের হাসি হয়ে আবির্ভূত হয়েছেন উদ্যমী এ তরুণ রাজনীতিক।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সর্ববৃহৎ এই ওয়ার্ডটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রতিদিনই ছুটে বেড়াচ্ছেন আসিফ আহমেদ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত স্থানীয় বুদ্ধিজীবী কবরস্থান, কাদেরাবাদ হাউজিং, জাফরাবাদ, কাটাসুরসহ বিভিন্ন এলাকায় ধনী-গরিব, পথচারী সবার কাছে হেঁটে হেঁটে ভোট ও দোয়া চেয়ে সময় কাটিয়েছেন ঘুড়ি প্রতীকের এই প্রার্থী।
বাসযোগ্য ও পরিকল্পিত ৩৩ নম্বর ওয়ার্ড গড়তে নানা অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। নাওয়া-খাওয়া ভুলে এবং কঠিন শীতকে হার মানিয়ে অবিরাম ছুটন্ত পথে আসিফ বা তাঁর কর্মী সমর্থকরা যতটুকু থামছেন কেবলই তা ভোটারদের কাছে। প্রচারে এক মুহুর্তও বিরতি দিচ্ছেন না তিনি।

আরও পড়ুন: কাউন্সিলর প্রার্থী আসিফের শোডাউন চমকে চায়ের কাপে ঝড়!
আসিফের প্রচারণার বিষয়ে তার কর্মী-সমর্থকরা বলছেন, ‘তারুণ্যের প্রাণশক্তিতে বলীয়ান আসিফের সঙ্গে প্রচারণায় কুলিয়ে উঠতে পারছেন না প্রতিদ্বন্দ্বী প্রার্থীও। নিত্যদিন সকাল থেকে রাত পর্যন্ত ছুটছেন অবিরাম। তাঁর ঘুড়ি প্রতীককে ঘিরে ওয়ার্ডবাসীর মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাসের ঢেউ লেগেছে।’
যিনি রাত-দিন একাকার করে ছুটছেন অক্লান্ত পরিশ্রমী সেই তরুণ প্রার্থী আসিফ আহমেদ কী বলছেন? কালের আলোকে আওয়ামী লীগের রাজনৈতিক পরিবারের সন্তান আসিফ আহমেদ বলেন, ‘আমি সব সময় বলেছি, আজো বলবো সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে লড়াই চলছে।
কথা দিচ্ছি, আমি নির্বাচিত হলে এই ওয়ার্ডে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের কোন অস্তিত্ব থাকবে না। আমি ৩৩ নম্বর ওয়ার্ডে উন্নত সুয়্যারেজ, সুপেয় পানির ব্যবস্থা, জলাবদ্ধতা দূর, শিশুদের জন্য খেলার মাঠ তৈরিসহ নানা পরিকল্পনা সাজিয়েছি। আমি নির্বাচিত হলে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে এটিকে গড়ে তুলবো।’

কালের আলো/সিএইচ/আরআর