একজন নারী উদ্যোক্তা হওয়া কি অসম্মানের!
প্রকাশিতঃ 11:10 am | January 02, 2020

কাজী নুসরাত শরমীন :
সত্তা নামে আমার একটা বিজনেস পেজ আছে। যেহেতু আমি অন্য কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করি না, এবং মানুষ হিসেবে মনে করি আমার কিছু সামাজিক দায়বদ্ধতা আছে, মানুষের জন্য কিছু করার তাড়না আছে, সেই ভাবনার জায়গা থেকে সত্তার সৃষ্টি ।
একজন সফল উদ্যোক্তা হিসেবে আমি যেমন দেশের অর্থনীতিতে অবদান রাখতে চাই, তার পাশাপাশি সুবিধাবঞ্চিত নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থান এর ব্যবস্থা করতে চাই। সব দায় রাষ্ট্রের একার না। আবার যখনই নারীর প্রতি অবমাননা দেখেছি, কৃষকের প্রতি অন্যায় দেখেছি, মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে শুধু লেখালেখি নয়, রাস্তায় নেমে প্রতিবাদ করতে দ্বিধা করিনি।
আমার বিজনেস পেজটি (https://www.facebook.com/Swatta-673679469730441/) সম্প্রতি ই-কমার্স বিষয়ে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছে। যেহেতু অনলাইন মার্কেটিং এর প্রযুক্তিগত অনেক বিষয় আমি এখনো শিখছি । যেহেতু পেজটি আমার ফেসবুক এর সাথে সম্পৃক্ত তাই যেকোনো বিষয় প্রমোশনে আমার প্রথম অডিয়েন্স আমার ফেসবুক বন্ধুরা। এ বিষয়ে তাদের পরামর্শ ও আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ।
আর রোজ নোটিফিকেশন এমন অনেক অনেক ইনভাইটেশন জড়ো হয়, যার কোনওটাতেই আপনি যোগ দিতে বাধ্য নন। সম্প্রতি আমার পেজ থেকে আমার লিস্টের বন্ধুদের ইনভাইট করা হয়েছে, বিশেষ কাউকে খুঁজে খুঁজে নয়, সবাইকে। তাই দেখে কেউ একজন আমার নাম, আমার বিজনেস পেজের নামসহ নেগেটিভলি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে, লেখা হয়েছে আমি তাকে আমার বিজনেস পেজে ইনভাইট করেছি- এবং এর কমেন্টে যারা কমেন্ট করছেন, তারাও আমার বন্ধু তালিকায় আছেন।
খুবই অবাক হয়েছি, মর্মাহতও বলতে পারেন । একজন নারী উদ্যোক্তা হওয়া কী অসম্মানের ! তাহলে এই যে সেমিনার, বক্তৃতায় আপনারা যে নারীর প্রজ্ঞা ও প্রগতির কথা বলেন, বাস্তবে তার অস্তিত্ব কই?আজ লিখতে পারছি বলে এটা প্রকাশ হলো। রোজকার ফেসবুকে আসা সমস্ত ইনভাইটেশন কি আপনি ফেসবুকে স্ট্যাটাস দেন ???? কই নাতো ? তাহলে সমস্যাটা অন্যখানে। আপনার নাম এবং যারা কমেন্টে নিজেদের একাত্বতা প্রকাশ করেছেন, তাদের নাম প্রকাশ করতে পারতাম, কিন্তু এসব অসভ্যতা আমার পারিবারিক শিক্ষা নয়। ভালোবাসা সবাইকে, শুভ নববর্ষ ।
কালের আলো/এফ/ডিএম