দৌলতপুরে স্কুলের ৫০ বছর পূর্তি উদযাপন
প্রকাশিতঃ 8:19 pm | April 06, 2018

মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার টেপরী মৌলভী আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদযাপন ও প্রাপ্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার বেলা ১১ টায় টেপরী মৌলভী আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, ম্যানেজিং কমিটির সদস্য একটি বর্নাঢ্য র্যালী বের করে ।
র্যালী শেষে স্কুল প্রাঙ্গনে আলোচনা সভায় স্কুলের প্রতিষ্ঠার ছেলে পুলিশের এএসপি মো. লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মৌচাক পরিচালক মো.জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য মন্ত্রানালয়ের উপ-সচিব রেহেনা ইয়াসমিন বেবী, পুলিশের টি.আই (অব:) মজিবুল হক, স্কুলের প্রতিষ্ঠার ছেলে গ্রামীন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো.আব্দুল আওয়াল, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান সেলিম, স্কুলের প্রতিষ্ঠার ছেলে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো.কহিনুর রহমান, প্রধান শিক্ষক অজিত কুমার তরফদার, বিশিষ্ট ব্যবসায়ী আজাহারুল ইসলাম, প্রাপ্তন ফুটবলার জালাল উদ্দিন প্রমুখ।
কালের আলো/ভিকু/ওএইচ