লিটনের পর তামিমের বিদায়
প্রকাশিতঃ 4:57 pm | June 24, 2019

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
শুরুতেই ওপেনার লিটন দাসকে হারানোর পরে দেখেশুনে খেলছিলেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল ও সাকিব আল হাসান। ব্যক্তিগত ৩৬ রানে মোহাম্মাদ নবীর বলে বোল্ড আউট হয়ে ফিরে যান তামিম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান। এর আগে ওপেনার লিটন দাস ব্যক্তিগত ১৬ রানে মুজিব উর রহমানের বলে হাশমতউল্লাহ শহিদীর হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে যান।
সোমবার (২৪ জুন) সাউথাম্পটনের রোজ বোলে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক গুলবাদীন নাঈব। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪০ মিনিটে। সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি ও মাছরাঙা চ্যানেল।
ম্যাচের শুরুতেই গুরুত্বপূর্ণ ম্যাচটায় হানা দেয় বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস করা যায়নি। ১০ মিনিট দেরি করে হয়েছে টস। আজকে প্রত্যাশিত দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোসাদ্দেক ও সাইফউদ্দিন ফিরেছে একাদশে।
আবহাওয়া রিপোর্ট অনুযায়ী ম্যাচের শুরুর ঘণ্টায় কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা আগেই ছিল। ধীরে ধীরে মেঘ আবহাওয়া কেটে রোদ ওঠার সম্ভাবনা রয়েছে।
সাউদাম্পটনের এই মাঠেই শনিবার খেলেছে ভারত ও আফগানিস্তান। একদিনের বিরতি দিয়ে আবারও মাঠে নামছে আফগানরা। এই মুহূর্তে ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে ৬ নম্বরে অবস্থান বাংলাদেশের। জটিল হিসাব নিকেশে সেমির সম্ভাবনা টিকিয়ে রাখতে শেষ তিনটি ম্যাচই জিততে হবে টাইগারদের।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ এবং মোসাদ্দেক হোসেন সৈকত।
আফগানিস্তান দল: গুলবাদীন নাঈব (অধিনায়ক), রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদী, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শিনওয়ারী, ইকরাম আলী খিল, রশিদ খান, দাওলাত জাদরান এবং মুজিব উর রহমান।
কালের আলো/পিওএম/এমএম