বিশ্বকাপ বলেই সব ম্যাচ কঠিন হবে, মন্তব্য পাপনের

প্রকাশিতঃ 10:29 am | June 08, 2019

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের সূচনা ছিল দুর্দান্ত। দক্ষিণ আফ্রিকাকে হারায় টাইগাররা। পরের ম্যাচে অবশ্য নিউজিল্যান্ডের কাছে হেরে যায় মাশরাফির দল। তবে অল্প পুঁজি নিয়েও লড়াই করে বাংলাদেশ।

মাশরাফি-সাকিবদের খেলা মাঠে বসে দেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। দেশে ফিরে শুক্রবার (০৭ জুন) সাংবাদিকদের সাথে বাংলাদেশ দলের পারফর্ম্যান্স নিয়ে কথা বলেছেন তিনি।

পাপন বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে কিছুটা রান কম হয়েছে। আমরা কতগুলো ওভার কম খেলেছি সেই ওভারগুলো খেলতে পারলে আরও কিছু রান আসতো। তারপরও অল্প পুঁজি নিয়ে শেষ পর্যন্ত লড়াই করেছে। এটাতেই আমি খুশি ওরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে।’

পাপন আরও বলেন, ‘টিমের মধ্যে এখন আত্মবিশ্বসটা আছে যে ওরা হারাতে পারে। তবে সমস্যা হলো এটা বিশ্বকাপ এমন একটা লেভেল সব দলই ভাল প্রিপারেশন নিয়ে এসেছে। এখানে একজন দুইজন ভাল খেললে হবে না। পুরো দলকে ভাল খেলতে হবে। দক্ষিণ আফ্রিকার সাথে যেরকম খেলেছে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই রকম খেলতে পারে নি। তিন বিভাগেই ভাল করতে হবে। বিশ্বকাপ বলেই সব ম্যাচ কঠিন হবে।’

আগামী শনিবার (০৮ জুন) নিজেদের তৃতীয় ম্যাচে কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

কালের আলো/পিও/এমএম