ঢাকায় বাংলাদেশ-তুরস্কের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ
প্রকাশিতঃ 11:42 am | October 07, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পাঁচ বছর বিরতির পর আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চতুর্থ দফায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। অন্যদিকে, তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি।
সংশ্লিষ্টরা বলছেন, এফওসিতে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা হবে। আলোচনায় ব্যবসা-বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা প্রাধান্য পেতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পাঁচ বছর পর দুই দেশের সচিবরা বৈঠকে বসছেন। এতে দুই দেশের সম্পর্কের সামগ্রিক বিষয়ে আলোচনা হবে।
এফওসির পর তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
কালের আলো/এসএকে