সুসংবাদ মেয়র আতিকের, জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে কালশীর বাসিন্দাদের

প্রকাশিতঃ 9:04 pm | May 18, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

বর্ষাকাল আসবে আর জলাবদ্ধতার শেকলে বন্দি হবে রাজধানী মিরপুরের কালশীর বাসিন্দারা। দিনের পর দিন জলাবদ্ধতায় দীর্ঘ ভোগান্তিই যেন হয়ে দাঁড়িয়েছে রাজধানীর ঘনবসতি এলাকার এ নাগরিকদের নিয়তি!

কিন্তু এবার অবহেলিত কালশীর বাসিন্দাদের জন্য একটি সুসংবাদ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। আশ্বাস-প্রতিশ্রুতির বৃত্তে কালশীর বাসিন্দাদের বন্দি না রেখে কার্যকর সমাধানের পথে হাঁটছেন এ নগর পিতা।

আরো পড়ুন: আনিসুল হকের মতোই কী মেয়র পেয়েছে উত্তরের নাগরিকরা?

জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সেখানে পাইপ ড্রেন নির্মাণ করছে। কালশী থেকে বাউনিয়া খাল পর্যন্ত পাইপ ড্রেন নির্মাণের ৯০ ভাগ শেষ হয়েছে। আগামী সপ্তাহে এ নির্মাণ কাজ শেষ হলে কালশীর বাসিন্দাদের দীর্ঘদিনের দাবিও পূরণ হবে।

শনিবার (১৮ মে) কালশী এলাকায় পাইপ ড্রেন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করতে যান উত্তরের নগর পিতা মো: আতিকুল ইসলাম। এ সময় তিনি নির্মাণ কাজ ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।

জলাবদ্ধতা নিরসনে সমাধান মন্ত্রে বিশ্বাস করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তাঁর উদ্যোগেই কালশী থেকে বাউনিয়া খাল পর্যন্ত প্রায় সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ১৮৮ মিটার দীর্ঘ বাইপাস ড্রেন নির্মাণ করা হচ্ছে।

এখন এক সপ্তাহ অপেক্ষা। এরপর এ ড্রেন নির্মাণ কাজ শেষ হলে কালশী এলাকার জলাবদ্ধতা নিরসন হবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম।

স্থানীয় বাসিন্দারা ডিএনসিসি’র মেয়রের এ উদ্যোগে খুশি। তাদের ভাষ্য হচ্ছে- কথা আর সমন্বয় ঘটিয়ে পথ চলেন মেয়র আতিকুল ইসলাম। তিনি মেয়র নির্বাচিত হওয়ার পরই নজর দিয়েছিলেন কালশীর এ জনদুর্ভোগ নিরসনে।

কথা দিয়েছিলেন। কথা রেখেছেন। এ ড্রেন নির্মাণ কাজ শেষ হলে জলাবদ্ধতার ঘুরপাক জীবন থেকেও মুক্তি মিলবে তাদের।

সংশ্লিষ্টরা জানান, উত্তরের নগর ভবনের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে অলস বসে থাকার মানুষ নন মেয়র আতিকুল ইসলাম। নিজ এলাকার বাসিন্দাদের সমস্যা চিহ্নিত করে সমাধানে মনোযোগী তিনি। দিন-রাত একাকার করে এজন্য নিবিষ্ট মনে কাজ করে যাচ্ছেন।

এর আগে চলতি বছরের এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় অবস্থিত খালগুলোর প্রবাহ ধরে রাখার জন্য আগামী দুই মাসের মধ্যে দখলমুক্ত করা হবে বলে জানিয়েছিলেন ডিএনসিসি’র মেয়র মো. আতিকুল ইসলাম।

ওই সময় মিরপুরের কালশী খাল পরিদর্শনে এসে তিনি কালশীর জলাবদ্ধতা নিরসনে ওয়াসার মালিকানাধীন কালশী খাল ডিএনসিসির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করেন।

ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়া মিরপুরের ‘সাংবাদিক খাল’ দিয়ে পানি না নামায় অল্প বৃষ্টিতেই পূরবী-কালশী সড়কে সৃষ্টি হতো জলাবদ্ধতা।

কালশীর জলাবদ্ধতা নিরসনে ওয়াসার মালিকানাধীন কালশী খাল ডিএনসিসির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন মেয়র আতিকুল। পরে তাঁর উদ্যোগে ওয়াসার মালিকানাধীন সাংবাদিক খাল ও মুসলিম বাজার খাল ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে।

কালের আলো/এএ