আবারো ‘সেরা’ ডিসি বিপ্লবের তেজগাঁও বিভাগ

প্রকাশিতঃ 12:56 am | May 12, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যে কোন কর্মসূচি বা উদ্যোগ মানেই তিনি সফল। টিমের বা নিজের অর্জন যে হিসাবই মিলানো হোক না কেন, মাইলফলক ছুঁয়ে ছুঁয়ে এগিয়ে চলেন তিনি।

ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম বলেই সবুজ সাফল্য বার বার ধরা দিয়েছে তাঁর ভুবনে। আবারো সুখস্নাত সুরভি ছড়িয়ে টিম তেজগাঁওকে আরো একটি সম্মান এনে দিলেন বিভাগটির উপ-পুলিশ কমিশনার (ডিসি) বিপ্লব সরকার।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী অবস্থান তৈরি এবং সচেতনতা তৈরিতে সম্পন্ন হওয়া গণসংযোগে শ্রেষ্ঠ গণসংযোগকারী বিভাগের স্বীকৃতি পেয়েছে তেজগাঁও বিভাগ।

ডিএমপি’র গণসংযোগ সপ্তাহে শ্রেষ্ঠ গণসংযোগকারী বিভাগ হিসেবে শনিবার (১১ মে) ডিএমপি হেডকোয়ার্টার্সে কমিশনার আসাদুজ্জামান মিয়া’র কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন বিপ্লব কুমার সরকার।

আরো পড়ুন: অনন্য তেজগাঁও জোনের ডিসি বিপ্লব সরকার

২০১৩ সালের ৭ এপ্রিল থেকে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন বিপ্লব কুমার সরকার। ঢাকা মেট্রোপলিটন পুলিশে কমপক্ষে ২০ বার শ্রেষ্ঠ ডিসি মনোনীত হয়েছেন তিনি। পাশাপাশি রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে পিপিএম, ২০১৬ ও ২০১৯ সালে বিপিএম পদক পেয়েছেন মেধাবী এ পুলিশ কর্মকর্তা।

ডিএমপি সূত্র জানায়, চলতি বছরের ২৮ এপ্রিল থেকে জঙ্গিবাদ বিরোধী গণসংযোগ সপ্তাহ শুরু করে ডিএমপি। এ সপ্তাহ শেষ হয় গত ৪ মে। গণসংযোগ সপ্তাহে ডিএমপি’র যেসব বিভাগ, থানা ও অফিসার জনসম্পৃক্ততায় নিজেদের বিশেষভাবে সম্পৃক্ত করে কাজ করেছেন তাদেরকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এদিন পুরস্কৃত করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণসংযোগ সপ্তাহে শ্রেষ্ঠ গণসংযোগকারী বিভাগ হিসেবে পুরস্কৃত হয় তেজগাঁও বিভাগ। গণসংযোগে বিভাগীয় পর্যায়ে ভালো করায় ডিএমপি’র গুলশান, লালবাগ ও মিরপুর বিভাগকেও পুরস্কৃত করেন পুলিশ কমিশনার।

একই সূত্র জানায়, শ্রেষ্ঠ গণসংযোগকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন রমনা বিভাগের হাজারীবাগ থানার এসআই শাহ মিরাজ উদ্দিন, লালবাগ বিভাগের বাবু বাজার পুলিশ ফাঁড়ির আইসি এসআই আকতারুজ্জামান, মতিঝিল বিভাগের মতিঝিল থানার এসআই মিন্টু কুমার,

ওয়ারী বিভাগের কদমতলী থানার এসআই লালবুর রহমান, তেজগাঁও বিভাগের শেরে-ই-বাংলা নগর থানার এসআই মোঃ তোফাজ্জল হোসেন, মিরপুর বিভাগের রূপনগর থানার এসআই মনিরুজ্জামান, গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট থানার এসআই আবু রায়হান, উত্তরা বিভাগের উত্তরা পূর্ব থানার এসআই মনিরুজ্জামান।

কালের আলো/এসআর/এএএমকে