সাভারে গ্যাস লিকেজ থেকে আগুন, নারী-শিশুসহ একই পরিবারের দগ্ধ ৩

প্রকাশিতঃ 3:15 pm | July 14, 2025

ঢামেক প্রতিবেদক, কালের আলো:

ঢাকার সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনায় একই পরিবারের নারী-শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে ভর্তি দেন দায়িত্বরত চিকিৎসক। দগ্ধরা হলেন, জুবায়ের হোসেন (কিরণ) (৩০), তার স্ত্রী মাহমুদা আক্তার (২৭) ও তার সন্তান মো. উমায়ের (৬)।

দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, দুপুরের দিকে সাভার নবীনগর পল্লীবিদ্যুৎ এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে দগ্ধ হয়ে শিশুসহ একই পরিবারের ৩ জন আমাদের এখানে এসেছে। তাদের মধ্যে জুবায়ের হোসেনের ৬০ শতাংশ দগ্ধ, তার স্ত্রী মাহমুদা ৫০ শতাংশ দগ্ধ ও তাদের সন্তান উমায়ের ১১ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি। এ ঘটনায় শিশু উমায়েরকে অবজারভেশনে রাখা হয়েছে।

কালের আলো/এসএকে