চীনে যুব এশিয়া কাপ হকিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ, ভালো ফলাফলের আশা বাহফে সভাপতির

প্রকাশিতঃ 10:56 pm | June 28, 2025

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির আগের আসরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবার গত আসরের স্বাগতিকরা আগামী সোমবার (৩০ জুন) এশিয়া কাপ খেলতে যাচ্ছে চীনে।বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ও পুরুষ দলের কঠিন গ্রুপটিতে প্রতিপক্ষ চীন ও পাকিস্তান। আগামী বৃহস্পতিবার (৩ জুলাই) থেকে সোমবার (১৪ জুলাই) চীনের ডাজহু’তে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আসরটি। এবারও বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ভালো ফলাফল আশা করছেন।

শুভ কামনা জানিয়ে তিনি এই দলটির জার্সি উন্মোচনের পাশাপাশি ফটোসেশনও করেছেন। শনিবার (২৮ জুন) ঢাকাস্থ বিমান বাহিনীর ফ্যালকন হলে এই অনুষ্ঠানের আয়োজন করে বাহফে। এই সময় বিমান বাহিনী প্রধান খেলোয়াড়দের বিদেশে অবস্থানকালীন শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকার জন্য উপদেশ প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় বজায় রেখে খেলার নির্দেশনা প্রদান করেন। এছাড়া, প্রচেষ্টা আর নিষ্ঠা ধরে রেখে প্রতিটি খেলায় খেলতে খেলোয়াড়দের তিনি অনুপ্রেরণা প্রদান করেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, চীনে যুব এশিয়া কাপে বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরো ১০টি দল পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, হংকং চায়না, মালয়েশিয়া, জাপান, চাইনিজ তাইপে, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান অংশগ্রহণ করছে। বিগত ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টুর্নামেন্টে বাংলাদেশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছিল। এবারই প্রথম এই আসরে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৮ মহিলা হকি দল অংশগ্রহণ করছে।

জানা যায়, বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ও পুরুষ দল উভয়েই বিকেএসপির ওপর নির্ভর। পুরুষ দলের কোচ মওদুদুর রহমান শুভ ও নারী দলের কোচ জাহিদ হোসেন রাজু। দুই বিকেএসপির কোচের অধীনে প্রায় দুই মাস বিকেএসপিতে অনুশীলন হয়েছে। আসন্ন  টুর্নামেন্ট নিয়ে পুরুষ দলের কোচ শুভর লক্ষ্য,‌ ‘আমাদের গ্রুপে স্বাগতিক চীন ও পাকিস্তান রয়েছে। তাই গ্রুপের দ্বিতীয় স্থান অর্জন করে সেমিফাইনাল প্রথম লক্ষ্য।’

বর্তমান অনূর্ধ্ব-১৮ দলে আন্তর্জাতিক হকি খেলার অভিজ্ঞতা রয়েছে ২ জনের। তারা অনূর্ধ্ব-২১ দলে ছিলেন। বাকি সকল খেলোয়াড়ই নতুন। অন্যদিকে বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-১৮ পর্যায়ে কখনো এশিয়া কাপে খেলেনি। এবার প্রথম আসরে যথাসম্ভব ভালো ফলাফল অর্জনের লক্ষ্য কোচ জাহিদ হোসেন রাজুর।

হকি বিশ্বকাপে রানার্সআপের গ্রুপে বাংলাদেশ

বাংলাদেশ প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপ খেলবে। শনিবার (২৮ জুন) সুইজারল্যান্ডের লুজানে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ‘এফ’ গ্রুপে পড়েছে। এবারই প্রথম হকিতে ২৪ টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। বাংলাদেশ র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকায় এফ গ্রুপে চতুর্থ দল হিসেবে রয়েছে। এই গ্রুপের শীর্ষ দল গত আসরের রানার্সআপ ফ্রান্স। অন্য দুই দল অস্ট্রেলিয়া ও কোরিয়া।

বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে গত বছর ডিসেম্বরে। চলতি বছর ২৮ নভেম্বর-১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল (অব) রিয়াজুল হাসান বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে বলেন, ‘২৭ জুলাই থেকে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে। আমাদের সঙ্গে একজন বিদেশি কোচ থাকবেন। তিনি তিন মাস দলকে কোচিং করাবেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে সেটা নিশ্চিত হবে।’

ডাচ কোচ অ্যাকম্যানের সঙ্গে যোগাযোগ 

ওমান দলে কাজ করা ডাচ কোচ অ্যাকম্যানের সঙ্গে হকি ফেডারেশন যোগাযোগ করছে। দুই পক্ষের কথাবার্তা অনেক দূরই এগিয়েছে। এখন কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। বাংলাদেশ দল বিশ্বকাপ হকিতে জায়গা করে নিয়েছিল আশিকুজ্জামান ও মওদুদুর রহমান শুভ’র কোচিংয়ে। দুই জন দুই পর্বের টুর্নামেন্টে কোচিং করিয়েছেন। সাবেক জাতীয় খেলোয়াড় ও অনূর্ধ্ব-২১ দলকে বিশ্বকাপে উঠানো কোচ শুভ ড্র নিয়ে বলেন, ‘তিনটি দেশের হকিই বাংলাদেশের চেয়ে এগিয়ে। অনূর্ধ্ব-২১ পর্যায়ের শক্তির তারতম্য থাকবে। বাংলাদেশের প্রস্তুতি ভালো হলে অবশ্যই বিশ্বকাপে লড়াই করতে পারবে।’

কালের আলো/এমএএএমকে