ময়মনসিংহে ডিবির অভিযানে প্রাইভেটকার চোরসহ গ্রেফতার ৯

প্রকাশিতঃ 9:43 pm | April 22, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে একটি চোরাই প্রাইভেটকারসহ দুজন ও ১১০ গ্রাম হেরোইনসহ সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২২ এপ্রিল) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, রোববার (২১ এপ্রিল) বিশেষ অভিযান চালিয়ে ত্রিশাল উপজেলার বৈলর এলাকা থেকে একটি চোরাই প্রাইভেটকারসহ প্রাইভেটকার চোর হারুন-অর-রশিদ (২৫), মোঃ হিমেলকে (৩০) গ্রেফতার করা হয়।

এছাড়াও একই দিন ময়মনসিংহ শহরের বলাশপুর, পাটগুদাম ও রহমতপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী সবুজ মিয়া (৩০), ভূলু মিয়া (৫০), আবু তাহের (৪০), শাহাজাহান (৫২), জুয়েল হক ভূইয়া (৪৮), আসাদুজ্জামান উজ্জল (২২), রাসেল মিয়াকে (১৯) গ্রেফতার করে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

কালের আলো/ওএইচ