সিলেটে ১৭ পদাতিক ডিভিশনের নবগঠিত ইউনিটসমূহের পতাকা উত্তোলন করবেন সেনাপ্রধান
প্রকাশিতঃ 5:36 pm | March 05, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
১৭ পদাতিক ডিভিশনের নবগঠিত ইউনিটসমূহের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিতে সিলেট যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
বুধবার (০৬ মার্চ) সকাল ১০ টার দিকে সিলেট সেনানিবাসে এই পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে গত রোববার (০৩ মার্চ) রাজশাহী সেনানিবাসের বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ৭, ৮, ৯ ও ১০ ব্যাটালিয়নকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগের সপ্তাহে গত বুধবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বন্দর নগরী চট্টগ্রামের হালিশহরে অর্টিলারি সেন্টার ও স্কুলে বাংলাদেশ সেনাবাহিনীর গোলন্দাজ রেজিমেন্টের কালার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
পরদিন বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) নবগঠিত কক্সবাজারের রামু সেনানিবাসকে পূর্ণাঙ্গ সেনানিবাস হিসেবে প্রতিষ্ঠার আরেকটি ধাপ হিসেবে ১০ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৫টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে প্রশিক্ষণের মাধ্যমে সুশৃঙ্খল, দক্ষ ও যোগ্য সেনাসদস্য হিসেবে গড়ে উঠতে নিজ বাহিনীর সদস্যদের প্রতি কঠোর নির্দেশ প্রদান করেন।
কালের আলো/এমএইচএ/এএ