কাবার গিলাফ উপহার পেয়েছেন ধর্ম উপদেষ্টা
প্রকাশিতঃ 5:03 pm | October 08, 2024

ধর্ম ডেস্ক, কালের আলো:
পবিত্র কাবা শরিফের গিলাফ উপহার পেয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রবিয়াহ নিজ হাতে তাকে এই উপহার প্রদান করেন।
সোমবার (৭ অক্টোবর) জেদ্দাস্থ সচিবালয়ে এক অনুষ্ঠানে ড. আ ফ ম খালিদ হোসেনকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।
কাবা শরিফের গিলাফ প্রতি বছর হজের সময় পাল্টানো হয়। পুরানো গিলাফটিকে ছোট ছোট টুকরো করে, বিশেষ ফ্রেমে বাঁধাই করে বিশ্বের মুসলিম ব্যক্তিত্বদের উপহার বা বিশেষ সম্মাননা হিসেবে দেওয়া হয়।
বাংলাদেশের হজযাত্রীদের খরচ কমাতে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে সৌদি আরব সফরে গিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
গত রোববার (৬ অক্টোবর) ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি হজ ও উমরাহবিষয়ক মন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ থেকে সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে সৌদি সরকার।
কালের আলো/ডিএইচ/কেএ