প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, অন্তর্বর্তী সরকার গঠন হবে: সেনাপ্রধান

প্রকাশিতঃ 4:11 pm | August 05, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন জানিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে।

সোমবার (০৫ আগস্ট) বিকাল পৌনে চারটার দিকে সেনা সদরদপ্তরে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে একথা বলেন তিনি।

সেনাপ্রধান আরও বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করবো। আপনারা সেনাবাহিনীর প্রতি, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়দায়িত্ব নিচ্ছি। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনবো।’ দেশবাসীকে সংঘাতের পথে না যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে শান্তিপূর্ণ অবস্থায় ফিরিয়ে আনা হবে। আমি সব দায়িত্ব নিচ্ছি। আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব।

জনগণের উদ্দেশে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়বো।

কোন কোন রাজনৈতিক দল সঙ্গে বৈঠক করেছেন?- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ‘বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আফিস নজরুল ও জোনায়েত সাকিও বৈঠকে ছিলেন।’

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আমরা এখন বঙ্গবভনে যাব। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন।’

সেনাপ্রধান জানান, দেশে এখন আর কোনো কারফিউ নেই। কোনো জরুরি অবস্থা নেই। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, সেনাবাহিনীসহ সব বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে কেউ যেন গুলি না করে। বলেন, সেনাবাহিনী কোনো গুলি করেনি। পুলিশসহ সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে কেউ যেন গুলি না করে।

সেনাপ্রধানের বৈঠকে ডাকা হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, গণতন্ত্র মঞ্চের জোনায়েদ সাকিসহ দেশের বিশিষ্টজন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের। তবে বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিল না।

শেখ হাসিনার পদত্যাগ বা দেশত্যাগের আগেই সেনাপ্রধানের ভাষণ দেওয়ার কথা ঘোষণা করেছিল সেনাবাহিনী। এছাড়া শেখ হাসিনাকে পদত্যাগের সময়ও বেঁধে দিয়েছিল সেনাবাহিনী। পরে দুপুর আড়াইটার দিকে গণভবন ছেড়ে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে সামরিক কপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার আগে শেখ হাসিনা পদত্যাগ করেন।

সংঘাতের মাধ্যমে আর কিছু আমরা পাব না

দেশের জনতাকে সংঘাত থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, সংঘাতের মাধ্যমে আর নতুন কিছু আমরা পাব না। প্রতিটা হত্যার বিচার করা হবে। প্রতিটি অন্যায়ের বিচার হবে।’

ভাঙচুর, মারামারি, সংঘর্ষ থেকে বিরত হন

দেশের মানুষের কাছে আহ্বান জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘ভাঙচুর, মারামারি, সংঘর্ষ থেকে বিরত থাকুন। ধৈর্য হারাবেন না। আমি নিশ্চিত, আপনারা যদি আমাদের কথামতো চলেন, আমরা যদি একসঙ্গে কাজ করি, তা হলে আমরা একটা সুন্দর পরিণতির দিকে এগোতে পারব।‘

আপনারা আশাহত হবেন না

সেনাপ্রধান বলেন, আপনাদের আমি কথা দিচ্ছি। আপনারা এখনই আশাহত হবেন না। আপনাদের যত দাবি আছে, তা আমরা পূরণ করব এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনব।‘

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার

সেনাপ্রধান বলেন, ‘আমরা এর আগে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছি। বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা করেছি। অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা রাষ্ট্রপতির কাছে যাব। তার সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করব। আপনারা সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন। সশস্ত্র বাহিনীর ওপর আস্থা রাখুন আমরা সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি।‘

গুলি চালাতে নিষেধ করেছি, সংযত থাকুন

জনতার উদ্দেশে সেনাপ্রধান বলেন, আপনারা শান্তি বজায় রাখুন। ভাঙচুর করবেন না। আমি নির্দেশ দিয়েছি পুলিশ বা সেনাবাহিনী গুলি চালাবে না।‘

প্রতিটি হত্যার বিচার হবে

প্রতিটি হত্যার বিচার হবে জানিয়ে সেনাপ্রধান বলেন, তবে একই সঙ্গে হিংসা পরিহার করে সংযত হওয়ার এবং শান্তি বজায় রাখুন। প্রতিটি হত্যার বিচার হবে।‘

কালের আলো/এমএএইচ/ইউএইচ