সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিতঃ 9:36 pm | June 14, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন।

বৃহস্পতিবার (১৩ জুন) সেনাসদরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান সেনাসদরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান তাঁকে স্বাগত জানান।

আইএসপিআর জানিয়েছে, সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও বাহিনীদ্বয়ের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় সেনাবাহিনী প্রধান তার সাথে সাক্ষাৎ করার জন্য নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান।

সাক্ষাতের আগে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করে।

জাতির পিতার সমাধিতে সেনাবাহিনী প্রধানের শ্রদ্ধা
শুক্রবার (১৪ জুন) সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও তিনি জাতির পিতা ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতার পরিবারের সদস্যদের রুহের  মাগফিরাত কামনায় দোয়া করেন। পরবর্তীতে সেনাপ্রধান সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

কালের আলো/বিএস/এমএইচ