মা’র চেয়ে মাসির দরদ আমার হজম হয় না
প্রকাশিতঃ 7:16 pm | February 05, 2019

:: বদরুল আনাম সৌদ ::
আমি বাড়ি এসেছি। ঠিক আছি। সুস্থ হতে একটু সময় লাগবেই। সবার প্রতি কৃতজ্ঞতা যারা খোঁজ নিয়েছেন বা নিতে পারেননি, কিন্তু সুস্থতা কামনা করেছেন।
তবে একই সাথে অনুরোধ, কল করে বা দেখা করে উপদেশের ঝুলি খুলে বসবেন না। সেটা ডাক্তার ইতিমধ্যে করেছে।
আর মা’র চেয়ে মাসির দরদ আমার হজম হয় না। ধন্যবাদ।
(নির্মাতার ফেসবুক পেজ থেকে সংগৃহীত)