শুক্রবার সমাবেশের জন্য বিএনপিকে নতুন করে আবেদন করতে হবে: ডিএমপি কমিশনার

প্রকাশিতঃ 12:20 am | July 27, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

গোলাপবাগে বিএনপি সমাবেশ না করলে, নতুন করে আবেদন করতে হবে। এরপর পরিবেশ-পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

ছুটির দিনে বিএনপিকে নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেছেন, নয়াপল্টনে কোনো অনুমতি দেওয়া হবে না। ছুটির দিনও যদি তারা করতে চায়, সে জন্যও নতুন করে আবেদন করতে হবে। পরিবেশ-পরিস্থিতি বুঝে তাদের সিদ্ধান্ত জানানো হবে।

বুধবার (২৬ জুলাই) রাতে সংবাদমাধ্যমকে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

এ সময় তিনি আরও বলেন, আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) গোলাপবাগে বিএনপি সমাবেশ না করলে পরবর্তী সময় দলটির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

খন্দকার গোলাম ফারুক বলেন, সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। এই উৎকণ্ঠার কারণ হচ্ছে বিএনপি। যারা অনুমতি ছাড়া সমাবেশ করার চেষ্টা করবে, অরাজকতা, বিশৃঙ্খলা করবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।

তিনি আরও বলেন, আমরা এখন পর্যন্ত কোনও দলকেই সমাবেশ করার অনুমতি দিইনি। আমরা পরিবেশ পরিস্থিতি অবজার্ভ করছি। ঢাকায় অরাজকতা-বিশৃঙ্খলা এড়াতে ডিএমপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

গত ২২ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে এক দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য তারা ডিএমপি সদর দপ্তরে গিয়ে ২৭ জুলাই সোহরাওয়ার্দী উদ্যান অথবা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চান।

ওয়ার্কিং ডে, যানজট, জনদুর্ভোগ বিবেচনায় সোহরাওয়ার্দী উদ্যান বা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে তাদের গোলাপবাগ মাঠে সমাবেশের পরামর্শ দেওয়া হয়।

পরে বুধবার (২৬ জুলাই) রাতে দলটির পক্ষ থেকে একদিন পিছিয়ে ছুটির দিন শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।

কালের আলো/বিএসবি/এমএইচ