সাতক্ষীরায় স্ত্রী ডিভোর্স দেওয়ায় শ্বশুরকে কুপিয়ে হত্যা

প্রকাশিতঃ 5:56 pm | June 29, 2022

কালের আলো প্রতিবেদক:

সাতক্ষীরার দেবহাটায় স্ত্রীর ডিভোর্স নোটিশ পেয়ে সাবেক শ্বশুরকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যারর ঘটনায় সালাউদ্দিন সানা (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২৮ জুন) রাতে ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২৯ জুন) দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

তিনি বলেন, নিহত আজগর আলী সালাউদ্দিনের আপন খালু এবং দ্বিতীয় শ্বশুর। তিনি প্রথমে ২০১৫ সালে একটি বিয়ে করেন, এরপর ২০১৮ সালে আপন খালাতো বোন শিল্পী পারভীনকে (২২) বিয়ে করেন।

দিনমজুর সালাউদ্দিন বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রী পারভীনকে মারধর করতেন। এরই ধারাবাহিকতায় গত ৮ জুন রাতে স্ত্রী পারভীনকে মারপিট করেন, খবর পেয়ে পারভীনের বাবা আজগর আলী সেখানে যান। তখন সালাউদ্দিন যৌতুকের দাবি করলে আজগর ১ লাখ টাকা দিতে রাজি হন। কিন্তু তাৎক্ষণিক নগদ টাকা না দেওয়ায় পারভীনের সঙ্গে সংসার করবে না বলে হুমকি দেন তিনি। তখন সালাউদ্দিনের পরিবারের সদস্যদের দাবির প্রেক্ষিতে মেয়ে পারভীনকে নিয়ে বাড়ি চলে যান আজগর আলী।

এরপর আজগর আলীর ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেন সালাউদ্দিন। পরিকল্পনা অনুযায়ী ২১ জুন রাতে বাড়িতে ঢুকে ঘুমন্ত আজগর আলীকে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যান সালাউদ্দিন ও তার দুই সহযোগী। পরে আজগর আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ২২ জুন ভোরে তিনি মারা যান।

এরপর সিআইডি ঘটনার বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সালাউদ্দিন সানাকে (২৮) গ্রেপ্তার করে।

কালের আলো/এমএইচ/এসবি