বঙ্গভবনে ড. কামাল
প্রকাশিতঃ 3:42 pm | November 21, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের দাওয়াতে বঙ্গভবনে গিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। বুধবার দুপুর পৌনে ১টায় রাজধানীর মতিঝিলে তাঁর চেম্বারে গণফোরামের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হন।
ড. কামাল হোসেনের সঙ্গে রয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু।
এদিকে বিকেল ৪টায় সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের এক অনুষ্ঠানে ড. কামাল হোসেনের যোগ দেওয়ার কথা রয়েছে। সেনাকুঞ্জের এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। গণফোরামের এক শীর্ষ নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।
কালের আলো/এনএম