টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিতঃ 11:24 am | February 25, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

সিরিজের প্রথম ওয়ানডেতে টস হারলেও দ্বিতীয় ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। আগের ম্যাচে রান তাড়া করে জেতার পর আজ আফগানদের লক্ষ্য ছুড়ে দেবে বাংলাদেশ।

বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামলেও আফগান দলে এসেছে তিন পরিবর্তন। বাদ পড়েছেন ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমাদজাই ও গুলবাদিন নাইব। তাদের বদলে খেলবেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আজমাতুল্লাহ ওমারজাই।

সর্বশেষ ম্যাচে ২১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে রীতিমতো ধসই নেমেছিল বাংলাদেশের। আফগানদের বিপক্ষে সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়েও ৪ উইকেটের অবিশ্বাস্য এক জয় এনে দেন দুই তরুণ ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেন। এই ম্যাচে বাংলাদেশ চাইবে আগের দিনের ভুল-ত্রুটি শুধরে নিতে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ, ফজলহক ফারুকি।

কালের আলো/ডিআরবি/এমএম