ধ্বংসস্তুপের মাঝে দাঁড়িয়ে লিটনের দূর্দান্ত সেঞ্চুরি

প্রকাশিতঃ 11:26 am | January 11, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাস। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে সেঞ্চুরির পর ড্রেসিংরুমে স্যালুট জানালো একাই লড়ে যাওয়া লিটন। তার সেঞ্চুরিতে কমছে রানের ব্যবধান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৬৭ রান।

রীতিমতো ওয়ানডে স্টাইলে ব্যাট করে ক্যারিয়ারের ২য় টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। মাত্র ১১৪ বলে সেঞ্চুরির পথে তিনি ১৪টি চার ও একটি দৃষ্টিনন্দন ছক্কা হাঁকিয়েছেন।

এক প্রান্তে যখন সতীর্থদের আসা-যাওয়ার মিছিল লিটনের সেসবে থোড়াই কেয়ার! প্রতিটি শটে মুগ্ধ করলেন দর্শকদের। এক ওভারে চারটা বাউন্ডারি হাঁকিয়ে ৪৮ থেকে চলে গেলেন ৬৮ রানে। লিটন যেন এখানে হয়ে উঠলেন উন্মত্ত সেই শিল্পী, যার কাছে সবকিছু তখন তুচ্ছ।

তার কেবল ব্যাটিংটা দরকার। ১০ বলে লিটন করেছিলেন ৩১ রানও। হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি পূর্ণ করতে লিটন খেলেছেন কেবল ১০৬ বল। কিন্তু কোথাও তাকে মনে হয়নি, বাড়াবাড়িটা বোধ হয় করে ফেললেন।

দারুণ ইনিংসটার সমাপ্তি অবশ্য হয়েছে দ্রুতই। তবে সেটা আম্পায়ারস কলে। জেমিসনের বল প্যাডে লেগেছিল তার। আম্পায়ার আঙ্গুুল তুলে দিয়েছিলেন। পরে দেখা যায় আম্পায়ারস কল হয়েছে। ১১৪ বলে ১০২ রান করে সাজঘরে ফেরত যান লিটন।

কালের আলো/এমএএইচ/এআর