৫.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো দেশ

প্রকাশিতঃ 10:15 am | November 26, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ৪২ কিলোমিটার।

ইএসএমসি বলছে, ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমার-ভারত সীমান্তে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৮। ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।

ভূকম্পন অনুভূত হয়েছে মিয়ানমার, উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ, পশ্চিমবঙ্গের কলকাতাসহ একাধিক অঞ্চলে। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

কালের আলো/আরএসবি/এমএম