‘হাবিবি’ নিয়ে হাজির নুসরাত ফারিয়া
প্রকাশিতঃ 2:59 pm | November 07, 2021

শোবিজ ডেস্ক, কালের আলোঃ
ফের গানে ফিরলেন নায়িকা নুসরাত ফারিয়া। এবারও চোখ ধাঁধানো কোরিওগ্রাফি। সঙ্গে পছন্দের মানুষটিকে ‘হাবিবি’ হওয়ার প্রপোজ! গানটির ব্রিজ-লাইন এমন- বেবি বেবি হবে কি আমার হাবিবি…। হ্যাঁ, অবশেষে উন্মুক্ত হলো এই গায়িকা-নায়িকার নতুন গান ‘হাবিবি’।
রোববার (৭ নভেম্বর) শ্রী ভেঙ্কটেশ ফিল্মের (এসভিএফ) ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে এটি। সেখানে অ্যারাবিক ঢঙে হাজির হয়েছেন এই তারকা। এটি তার তৃতীয় গান।
বাংলা গান হলেও এর মিউজিকে রাখা হয়েছে অ্যারাবিক ছোঁয়া। তাই সাজসজ্জাতেও সেই ছাপ রয়েছে। ভিডিওটির শুটিং হয়েছে ভারতের মুম্বাই থেকে প্রায় একশ’ কিলোমিটার দূরে একটি রাজপ্রাসাদে।
‘বেবি বেবি, হবে কি আমার হাবিবি’- এমন কোরাসের গানটি লিখেছেন নূর নবী। সুর-সংগীত করেছেন আদিব কবির। গানের ভিডিও নির্মাণ ও কোরিওগ্রাফি করেছেন ভারতের বাবা যাদব।
এটি নুসরাত ফারিয়ার গাওয়া পঞ্চম গান। এর আগে তিনি ‘পটাকা’ ও ‘আমি চাই থাকতে’ শিরোনামের দুটি একক গান উপহার দিয়েছিলেন। এছাড়া শিহাব শাহীনের ‘যদি কিন্তু তবুও’ সিনেমায় এবং ইমরানের সঙ্গে একটি দ্বৈত গানে শোনা গিয়েছিল তার কণ্ঠ।
এদিকে নুসরাত ফারিয়া বর্তমানে যুক্ত রয়েছেন বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বায়োপিকে। এছাড়া তার অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়।
কালের আলো/টিআরকে/এসআইএল