দেশে ৩ কোটি ৮৪ লাখ মানুষ পরোক্ষ ধূমপানের শিকার

প্রকাশিতঃ 1:21 pm | November 02, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

করোনা মহামারীর এই সময়ে জনস্বাস্থ্য রক্ষা এবং অসংক্রামক রোগ প্রতিরোধের জন্য কঠোরভাবে তামাক নিয়ন্ত্রণ প্রয়োজন। এজন্য তামাক নিয়ন্ত্রণ আইনকে শক্তিশালী করতে এর ছয়টি ধারা সংশোধন করা জরুরি।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আয়োজিত ‘জনস্বাস্থ্য রক্ষা ও অসংক্রামক রোগ প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

এতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক সোহেল রেজা চৌধুরী বলেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে, করোনা আক্রান্তদের মধ্যে ধূমপায়ীদের মারাত্মকভাবে অসুস্থ হওয়ার আশঙ্কা ১৪ গুন বেশি।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক বলেন, দেশে বিদ্যমান ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইনটির কিছু জায়গায় দুর্বলতা রয়েছে। দুর্বলতাগুলো সংশোধন করা হলে আরও কার্যকর হবে।

আলোচকরা আরও বলেন, শুধু আইন করলেই হবে না, আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। তামাক শিল্পে সব আর্থিক সুবিধা বন্ধ করতে হবে।

বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী।

কালের আলো/টিআরকে/এসআইএল