বিশ্বকাপে ‘শুভসূচনা’ হোক টাইগারদের
প্রকাশিতঃ 1:16 pm | October 17, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
দুটি প্রস্তুতি ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। এসব পেছনে ফেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রাটা জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ। আজ রোববার (১৭ অক্টোবর) ওমানের মাস্কাটে স্কটল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
ক্রিকেটের তারার মেলায় মুখর হবে মাসকট, আবুধাবি, দুবাই ও শারজাহ। এক মাসের অভিযানে হয়তো ক্রিকেটের আকাশে উদিত হবে নতুন কোনো নক্ষত্র। যেখানে আলো ছড়াতে পারেন বাংলাদেশেরও কেউ।
মাহমুদউল্লাহদের জন্য এটি শুধুই একটি বিশ্বকাপ নয়। বিশ্বকাপ মঞ্চ থেকে দেশের ক্রিকেটকে দেওয়ার আছে অনেক কিছুই। ১৬ কোটি মানুষের প্রাণের দাবি মেটাতেই গত কিছুদিন বায়োসিকিউর বাবলে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া টাইগারদের। জীবনকে বায়োসিকিউর বাবলের কঠোর বিধিনিষেধে বেঁধে রেখে দিনের পর দিন ত্যাগ স্বীকার করা বিশ্বকাপ মঞ্চ মাতানোর জন্যই।
কুড়ি ওভারের ফরম্যাটে এর আগে একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ-স্কটল্যান্ড। ২০১২ সালে। সে ম্যাচে ৩৪ রানের বড় হার টাইগারদের। লাল-সবুজের এখনকার দলটা অবশ্য বেশ পরিণত। বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউনিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে বিশ্বকাপে গেছে। তবে আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের কাছে হার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে টাইগার শিবিরে।
এ সব ফলাফল অবশ্য খুব একটা আমলে নিচ্ছেন না অধিনায়ক মাহমুদউল্লাহ, ‘আমরা দুটি প্র্যাকটিস ম্যাচ হেরেছি। আমার মনে হয় এর কোনো প্রভাব পড়বে না। আমরা কালকের ম্যাচের জন্য প্রস্তুত আছি। দলের আত্মবিশ্বাস আগের মতই আছে। আমরা সেরা ক্রিকেটটাই খেলতে পারব।’
ঘরের মাঠে মন্থর উইকেটে ফায়দা নিয়ে স্পিন শক্তিতে প্রতিপক্ষ ঘায়েল করলেও স্কটল্যান্ডের বিপক্ষে স্পিনার একজন কম নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। ইঙ্গিত দিলেন দলপতি, ‘বেশি স্পিনার নিয়ে খেলব না।’ নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে মাহমুদউল্লাহ বললেন, ‘প্রস্তুতি ভালো যাচ্ছে। ভ্রমণের একটু ক্লান্তি ছিল। কিন্তু ঠিক আছে। আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম, কিছু দিন ওমানে অনুশীলন করেছি। আমার জন্য এটা দারুণ সুযোগ।’
মরু আর কংক্রিটের দেশ ওমানে খুব বেশি সবুজের ছোঁয়া নেই। তবে আল আমেরাত স্টেডিয়ামের গালিচা সেজেছে সবুজের সমারোহে। উইকেট ম্যাচের আগের দিনও ছিল সবুজ ঘাসে ভরা। যদিও ম্যাচের দিন ছেঁটে ফেলা হয় ঘাস। পরিসংখ্যান বলছে এই মাঠে বাইশ গজ আদর্শ হয়ে উঠবে ব্যাটসম্যানদের জন্য। কিন্তু ব্যাটিংটাই যে বাংলাদেশ দলের বড় দুর্ভাবনার জায়গা।
প্রথম পর্বে বাংলাদেশের অবস্থান করা ‘বি’ গ্রুপের অন্য দুই দল স্বাগতিক ওমান ও পাপুয়া নিউ গিনি। সাধারণ চোখে তাই বাংলাদেশের চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্ব না পার হতে পারার কোনও কারণ নেই। তবে মাঠের লড়াই পরিসংখ্যানের বিচার করে না। সে হিসেবে ‘দেয়াল ভাঙার’ মিশনে প্রথম পরীক্ষা মোটেও সহজ নয় মাহমুদউল্লাহ রিয়াদদের জন্য।
কালের আলো/ডিএসবি/এমএম