ওমানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

প্রকাশিতঃ 1:02 pm | October 04, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ঘূর্ণিঝড় শাহিন ওমানে আঘাত হানায় প্রথমে শঙ্কা জাগে মাহমুদউল্লাহদের সফর নিয়ে। রবিবার নির্ধারিত রাত ১০.৪৫ মিনিটে ঢাকা ছাড়ার কথা থাকলেও শুরুতে স্থগিত করা হয় টাইগারদের বিশ্বকাপের যাত্রা। পরে অবশ্য কয়েক ঘন্টা দেরীতে টাইগারদের বহনকারী বিমান ওমানের উদ্দেশে ছাড়ে। আজ সোমবার ভোর চারটার দিকে সেখানে পৌঁছায় বিমানটি।

যাত্রা নিয়ে অনিশ্চয়তার পর কয়েক ঘন্টার ক্লান্তিকর জার্নিতে ওমানের রাজধানী মাসকটে পৌছেছে দল। সেখানে আজ একদিনের কোয়ারেন্টিনে থাকবে তারা। পরে করোনা পরিক্ষায় নেগেটিভ ফল আসলেই অনুশীলনে নামতে পারবে বাংলাদেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্বকারীরা।

বিশ্বকাপ যাত্রায় ঝড়ের জন্য দেরী হয় মাহমুদউল্লাহ-মুশফিকদের।

চলতি মাসের ১৭ অক্টোবর বেজে উঠবে বিশ্বকাপের দামামা। বৈশ্বিক আসরটির শুরুর দিনেই লড়বে বাংলাদেশ। ওমানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই আগেভাগে সেখানে যাওয়া। সফরে কোচিং স্টাফদের ওমানে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ আমিরাতে আইপিএল খেলা সাকিব-মোস্তাফিজ দলে যোগ দিবেন ৯ অক্টোবর।

মরুর দেশে মাসকটে পাঁচ দিনের একটি কন্ডিশনিং ক্যাম্পের ব্যবস্থা করেছে বিসিবি। নিজেদের খরচে ৫ অক্টোবর থেকে শুরু হবে অনুশীলন। চারদিন ক্যাম্প করে আইসিসির তত্ত্বাবধানে ঢুকে যাবে দল। ৯ অক্টোবর বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানেও বাংলাদেশ দলকে একদিনের কোয়ারেন্টাইন করতে হবে। এরপর ১২ ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ড ও শ্রীলংকার বিপক্ষে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরের দিন ফিরে যাবে ওমানে। সেখানেই শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

বিশ্বকাপের উদ্বোধনী দিনে ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহরা। পরে ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির সঙ্গে লড়তে হবে বাংলাদেশকে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ওমানে। গ্রুপ পর্বের সেরা দুই দল মূল দলে খেলার সুযোগ পাবে।

কালের আলো/এসআরবি/এমএম