ইকুয়েডরের কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২৪

প্রকাশিতঃ 1:45 pm | September 29, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ

ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় অন্তত ২৪ জন কয়েদি নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪৮ জন আহত হয়েছে। চলতি বছরে দেশটির কারাগারে এটি তৃতীয়বারের মতো মারাত্মক দাঙ্গার ঘটনা ঘটল।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুসারে, গুয়ায়েকিল এর আঞ্চলিক কারাগারটিতে বন্দিদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। প্রায় ৫ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী।

এ ঘটনায় পর এক সংবাদ সম্মেলনে গুয়ায়েসের রাজ্য গভর্নর পাবলো অরোসেমেনা বলেন, ‘রাষ্ট্র এবং আইনের উপস্থিতি অবশ্যই অনুভব করতে হবে। দাঙ্গার কারণ হিসেবে কারাগারে দুটি বড় গ্যাং দলের মধ্যে চরম বিভক্তি রয়েছে।

স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, এদিন কারাগার থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। বন্দিদের কারাগারের জানালা দিয়ে বিস্ফোরক দ্রব্য এবং গুলি ছুড়ে। এসব বন্দিরা অস্ত্র কোথায় পেলো তা জানা যায়নি।

দেশটিতে চলতি বছরে এক দাঙ্গায় ৭৯ বন্দি নিহত হন। ইকুয়েডরের কারাগারে প্রায় সময় দাঙ্গার ঘটনা ঘটে। এতে অনেকে প্রাণ হারান।

কালের আলো/টিআরকে/এসআইএল