৭ অক্টোবর শ্রীলঙ্কা যাচ্ছে অনূর্ধ্ব-১৯ দল

প্রকাশিতঃ 2:56 pm | September 26, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

লম্বা সময় পর আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ দিয়েই খেলায় ফিরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার তাদের সামনে অপেক্ষা করছে দেশের আরেকটি সিরিজের চ্যালেঞ্জ। আগামী মাসে শ্রীলঙ্কায় গিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে খেলভে আইচ মোল্লাহরা।

রবিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ও শ্রীলঙ্কা যুব দলের সিরিজের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

আগামী ১৫ অক্টোবর হবে প্রথম ওয়ানডে। পরেরটি ১৮ অক্টোবর। শেষ তিন ম্যাচ ২০, ২৩ ও ২৫ অক্টোবর। তবে সিরিজের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

আগামী বছরের শুরুতেই মাঠে গড়াবে অনূর্ধ-১৯ বিশ্বকাপ। কিন্তু করোনায় প্রস্তুতি নিতেই পারেনি যুবারা। এমন পরিস্থিতিতেই চারদিনের ম্যাচ দিয়ে শেষ হয়েছে আফগানিস্তান সিরিজ। এরই মধ্যে চূড়ান্ত হলো আরেকটি সিরিজ।

বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ চূড়ান্ত হওয়ার পর শ্রীলঙ্কার কোচ আভিষ্কা গুনাবর্ধনে বলেছেন, অনেক দিন পর অনূর্ধ্ব-১৯ দলকে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ করে দিচ্ছে এই সিরিজ।

কালের আলো/আরএস/এমএইচএস