ময়মনসিংহে কুখ্যাত মাদক ব্যবসায়ী দেলুসহ ৬ জন গ্রেপ্তার
প্রকাশিতঃ 8:27 pm | September 15, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক, সাজাপ্রাপ্ত ও মাদক ব্যবসায়ীসহ ০৬ জনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।
তিনি বলেন, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়া এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি।
এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় কুখ্যাত মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন ওরফে দেলুকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নজরুল ইসলামকে ৫শত গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, একটি সি আর সাজা পরোয়ানা, ২টি জি আর পরোয়ানা সহ আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য অপরাধে আরোও একজনকে গ্রেফতার করা হয়েছে।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। ১৫ সেপ্টেম্বর রোজ বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।
কালের আলো/টিআরকে/এসআইএল