বর্ণাঢ্য আয়োজনে ‘ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিতঃ 11:29 pm | October 14, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আনন্দ র‌্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও কেক কাটার মধ্যদিয়ে ময়মনসিংহের অন্যতম রক্তদাতাদের সংগঠন ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়।

র‌্যালটি নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের টাউন হলে গিয়ে শেষ হয়।

পরে টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি মমিনুর রহমান প্লাবনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএম’র সাধারণ সম্পাদক ডা. এইচ এ তারা গোলন্দাজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মমেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ডা. টিআই খান ওয়াশিম, জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির একান্ত সচিব আহাদ মো: সাঈদ হায়দার, দৈনিক আলোকিত ময়মনসিংহের সম্পাদক প্রদীপ ভৌমিক, উক্ত সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সানোয়ার হোসেন, আনিসুর রহমান ফকির, হাবিবুর রহমান মিলন, যমুনা টিভির ব্যুারো প্রধান হোসাইন শাহীদ, এইচপিপিবি’র সভাপতি ওয়ারেছ বাবু প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আল মাকসুদুল হাসান। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি নাসির হোসেন, সৈয়দ মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রক্সি, প্রচার সম্পাদক উবায়দুল হক প্রমুখ।

আলোচনা শেষে সচেতনতামূলক সাইকেল র‌্যালিতে অংশগ্রহনকারী সাইক্লিস্ট, রক্তদানে উৎসাহিত করতে ২৫ বারের অধিক রক্তদাতাদের ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখান বিভিন্ন সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে দেশের ৮৬ টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন নাহিদ মন্ডল ও নুসরাত শারমিন সুমনা। পরে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

রাত ৮ টায় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ও উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা মো. ইকরামুল হক টিটু।

কালের আলো/ওএইচ