গৌরীপুরে ডাকাত দলের চার সদস্য গ্রেফতার
প্রকাশিতঃ 5:59 pm | May 22, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
ময়মনসিংহের গৌরীপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় মামলা দায়েরের পর শুক্রবার (২২ মে) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত হলেন উপজেলার চল্লিশা কাউরাট গ্রামের ইমন হাসান (২০), মেছিডেঙ্গি গ্রামের মো. রবি মিয়ার ছেলে আইনুল হক (২০), কাজল মিয়ার ছেলে রিক্সন (১৯), শফিকুল ইসলামের ছেলে হৃদয় (১৯)।
এর আগে বৃহস্পতিবার রাত ১১টায় ডাকাতির প্রস্তুতিকালে গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কের কাউরাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার (২১ মে) রাতে গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কের কাউরাট এলাকায় একদল অস্ত্রধারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এসময় স্থানীয় গ্রামবাসী ডাকাতদলের তিন সদস্যকে আটক করলে অন্যরা পালিয়ে যায়। পরে ওই রাতেই মেসিডেঙ্গি গ্রাম থেকে আরো একজনকে আটক করে গ্রামবাসী। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, ডাকাত দলের সদস্যদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। দলের অন্য সদস্যদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
কালের আলো/এমএম