অভিমান করে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা
প্রকাশিতঃ 9:29 pm | August 29, 2019

কালের আলো প্রতিবেদক:
ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম জারমিন আক্তার জুঁই (২৪)।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে ত্রিশালের চরপাড়া এলাকার শেখ মঞ্জিল ছাত্রীবাসের দ্বিতীয় তলার একটি কক্ষে জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন জুঁই।
স্বামী শিমুলের সঙ্গে অভিমানের জেরে এ ছাত্রী আত্মহত্যা করেছেন বলে কালের আলো’কে জানিয়েছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।
তিনি বলেন, ‘রাত পৌনে ৮ টার দিকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।’
জুঁই বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সে জামালপুর জেলা সদরের বাগেরহাটা এলাকার জুলহাস হোসেনের মেয়ে।
কালের আলো/বিআর/এনএল