ময়মনসিংহে পরিচ্ছন্নতা বিষয়ক নাগরিক সমাবেশ
প্রকাশিতঃ 7:41 pm | September 26, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
স্বেচ্ছাসেবি সংগঠন বিডি ক্লিন ময়মনসিংহ এর উদ্যোগে ময়মনসিংহ পৌরসভার পন্ডিতবাড়ী ও পন্ডিতপাড়া এলাকার নাগরিকদের যেখানে সেখানে ময়ল ফেলার অভ্যাস বদল করতে বুধবার পরিচ্ছন্নতা বিষয়ক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পন্ডিতবাড়ী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু, উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারন সম্পাদক নুরুল আমীন কালাম, জন্যউদ্যোগ ময়মনসিংহের আহ্বায়ক অ্যাড. নজরুল ইসলাম চুন্নুসহ স্থানীয় নাগরিক বৃন্দ।
বিডি ক্লিন ময়মনসিংহ সংগঠনের বিভাগীয় সমন্বয়ক অ্যাড. মতিউর রহমান ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ময়মনসিংহ শহরটিকে পরিচ্ছন্ন করে গড়ে তুলতে প্রতিটি ঘরে বিডি ক্লিন এর আদর্শ ও হাতে কলমে কাজের মাধ্যমে নাগরিকদের দায়িত্ব গ্রহণ করতে হবে। শুধু দোষারুপ নয়, নাগরিকদের সঠিক দায়িত্বশীল আচরণ বদলে দিতে পারে পরিবেশ ও নগরীকে।
তিনি উপস্থিত নাগরিকদের সহযোগিতা কামনা করেন পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তুলতে।
পরে ময়মনসিংহ পৌরসভার সৌজন্যে পন্ডিতবাড়ী এলাকার নাগরিকদের ময়লা সংগ্রহ করার জন্য ময়লার গাড়ি তুলে দেন মেয়র।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর দীপক মজুমদার, বীর মুক্তিযুদ্ধা বিমল পাল, দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবীন্দ্রনাথ পালসহ স্থানীয় নাগরিক নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, বিডি ক্লিন ময়মনসিংহের স্বেচ্ছাসেবিরা নিয়মিত পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক কাজ করে চলছে এ এলাকাটিতে।