মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে মায়ামির দাপুটে জয়

প্রকাশিতঃ 11:00 am | October 05, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

মেজর লিগ সকারে (এমএলএস) আগের দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়েছিল ইন্টার মায়ামি। হতাশা পেছনে ফেলে লিওনেল মেসির অ্যাসিস্টের হ্যাটট্রিকে আজ (৫ অক্টোবর) জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। নিউ ইংল্যান্ডের বিপক্ষে মায়ামির জয় ৪-১ গোলের বড় ব্যবধানে। এদিন মায়ামির হয়ে জোড়া গোল করেছেন তাদেও আয়েন্দে ও জর্দি আলবা।

তবে বড় ব্যবধানে জিতলেও হতাশা নিয়ে মাঠ ছেড়েছে মায়ামি। একই দিন অন্য ম্যাচে নিউইয়র্ক সিটিকে ১-০ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া। এর মাধ্যমে মায়ামিকে পেছনে ফেলে সাপোর্টার্স শিল্ড জিতে নিয়েছে তারা। মেজর লিগ সকারে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলকে সাপোর্টার্স শিল্ড দেওয়া হয়। গত বছর এই পুরস্কার জিতেছিল মায়ামি।

আগের ম্যাচে শিকাগো ফায়ারের বিপক্ষে হারের পরই মায়ামির শিরোপা হাতছাড়া হওয়াটা প্রায় নিশ্চিত হয়ে যায়। শিল্ড জেতার জন্য নিজেদের শেষ দুই ম্যাচের একটি জিতলেই চলত ফিলাডেলফিয়ার। তবে অপেক্ষা না করে আজই সেই জয় নিশ্চিত করেছে দলটি। এ জয়ের পর শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৩৩ ম্যাচে ৬৬। ৩ নম্বরে থাকা মায়ামির পয়েন্ট ৩২ ম্যাচে ৫৯।

এখন শেষ দুই ম্যাচে জিতলেও ফিলাডেলফিয়াকে ছুঁতে পারবে না মায়ামি। অন্যদিকে ৩৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে সিনসিনাটি। তাদের পক্ষেও ফিলাডেলফিয়াকে ছোঁয়ার সুযোগ নেই। ফলে সাপোর্টার্স শিল্ড নিজেদের করে নিয়েছে দলটি। এটি ফিলাডেলফিয়ার দ্বিতীয় শিল্ড জয়। এর আগে ২০২০ সালে শিল্ড জিতেছিল তারা।

আজ ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মায়ামি। ৩২ মিনিটে এর ফলও পায় তারা। বক্সের বাইরে থেকে মেসির দারুণ এক পাস ধরে গোল করেন আয়েন্দে। প্রথমার্ধের যোগ করা সময়ে দেখা যায় মেসি-আলবা জুটি। বক্সের ভেতর মেসির পাস থেকে গোল করেন আলবা। বিরতির পর ৫৯ মিনিটে নিউ ইংল্যান্ডের হয়ে ব্যবধান ২-১ করেন ডোর টুরগেমেন।

তবে এক মিনিট পর আবারও দেখা যায় মেসি-ঝলক। এবার প্রায় মাঝমাঠ থেকে দারুণভাবে বল বাড়ান মেসি। সেটি ধরে ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে নিজের দ্বিতীয় গোল করেন আয়েন্দে। ম্যাচের ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন আলবা। এদিন ম্যাচ সমাপ্ত হওয়ার পর মৌসুম শেষে ফুটবল থেকে অবসর নিতে যাওয়া সার্জিও বুসকেৎসকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

কালের আলো/এসএকে