গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি

প্রকাশিতঃ 10:08 am | October 05, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার বিমান হামলায় আরও অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। শনিবার দিনভর চালানো এসব হামলার বেশিরভাগ লক্ষ্যবস্তু ছিল গাজা সিটি।

গাজার গণমাধ্যম কার্যালয়ের বরাত দিয়ে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, শনিবার ইসরায়েলি বাহিনী গাজায় ৯৩টি বিমান হামলা চালায়। এতে ৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হন। শুধু গাজা সিটিতেই প্রাণ হারান ৪৭ জন।

হামাস এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল আন্তর্জাতিক মহলের কাছে দাবি করছে, তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা কমিয়েছে। কিন্তু বাস্তবে এই হামলা আরও বেড়েছে। হামাস একে ‘রক্তক্ষয়ী আগ্রাসন’ বলে অভিহিত করে।

বিবৃতিতে হামাস জানায়, নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর এই সামরিক অভিযান প্রমাণ করে, নেতানিয়াহুর সরকার যুদ্ধাপরাধে লিপ্ত এবং তার শান্তির দাবি একটি নাটক মাত্র।

তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, আইনগত ও মানবিক দায়িত্ব পালনের মাধ্যমে ফিলিস্তিনিদের রক্ষা করতে। সেইসঙ্গে তারা ত্রাণ সহায়তা জোরদার ও গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের দাবি জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। কারণ, হামাস শান্তি আলোচনার অংশ হিসেবে ইসরায়েলি বন্দিদের মুক্তি দিতে রাজি হয়েছে বলে জানিয়েছে। ট্রাম্প বলেন, আমি বিশ্বাস করি, হামাস টেকসই শান্তির জন্য প্রস্তুত।

এই প্রেক্ষাপটে মিসর ঘোষণা করেছে, সোমবার কায়রোতে ইসরায়েল ও হামাস প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

কালের আলো/এসআর/এএএন