ইবির বিভিন্ন পুকুর ও লেকে মাছের পোনা অবমুক্তকরণ
প্রকাশিতঃ 4:48 pm | September 24, 2018

ইবি প্রতিনিধি, কালের আলো:
স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে সিনিয়র উপজেলা কুষ্টিয়া সদর মৎস্য দপ্তরের আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনের পুকুরসহ নির্মাণাধীন লেকে ৩০০ কেজি রুই, কাতল, মৃগেল ও কালবাউসসহ বিভিন্ন ধরনের মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী পোনা মাছ অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, প্রধান প্রকৌশলী ভারপ্রাপ্ত মোঃ আলিমুজ্জামান (টুটুল), এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার মোয়াজ্জেম হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম কিবরিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ, ফিল্ড এ্যাসিসটেন্ট শিরিন নাহার ও বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখার সাধারন সম্পাদক জুয়েল রানা হালিমসহ অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।
এ রকম ব্যাতিক্রমী আয়োজনের জন্য ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী উপস্থিত সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের সকলকে অভিন্দন জানান।
কালের আলো/কবির/ওএইচ