অবসরপ্রাপ্তদের পাশে বিআরটিসি, ৩২২ জনকে ২ কোটি ৯০ লাখ টাকার সুবিধা প্রদান
প্রকাশিতঃ 6:44 pm | July 10, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর দরজা সবসময় খোলা থাকবে বলে জানিয়েছেন কর্পোরেশনের চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ মোল্লা।
তিনি বলেন, ‘অবসরে যাওয়ার পরও তারা বিআরটিসি পরিবারের সদস্য। তাদের কোনো প্রয়োজনে হয়রানি নয়, বরং অগ্রাধিকার ভিত্তিতে সেবা নিশ্চিত করতে হবে।’
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে রাজধানীর ‘পরিবহন ভবন’-এ বিআরটিসির প্রধান কার্যালয়ে অবসরপ্রাপ্তদের সিপিএফ, গ্র্যাচুইটি ও ছুটি নগদায়নের অর্থ প্রদানের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ৩২২ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ২ কোটি ৯০ লাখ ৩৫ হাজার ২৩২ টাকা সরাসরি তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। এর মধ্যে ৬১ জন কর্মচারী (সম্পূর্ণ ১৮ জন ও আংশিক ৪৩ জন) সিপিএফ বাবদ পেয়েছেন প্রায় ১ কোটি ৫৯ লাখ ৮৮ হাজার টাকা। ১৬ জন কর্মচারী (সম্পূর্ণ ১ জন ও আংশিক ১৫ জন) ছুটি নগদায়ন বাবদ পেয়েছেন ৭ লাখ ৯৭ হাজার টাকা ও ২৪৫ জন কর্মচারী গ্র্যাচুইটি বাবদ পেয়েছেন ১ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা।
বিআরটিসি চেয়ারম্যান বলেন, “আপনারা এ প্রতিষ্ঠানের জন্য দীর্ঘদিন শ্রম দিয়েছেন। এখন দায়িত্ব আমাদের—আপনাদের প্রাপ্য সঠিকভাবে নিশ্চিত করা।”
বিআরটিসি চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক ড. অনুপম সাহা, প্রশাসন ও অপারেশন বিভাগের পরিচালক মো. রাহেনুল ইসলাম, কারিগরি বিভাগের পরিচালক কর্নেল কাজী আইয়ুব আলী, বিভিন্ন বিভাগের জেনারেল ম্যানেজার ও ঢাকাস্থ ডিপো ম্যানেজারবৃন্দ, এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা।
কালের আলো/এমএএইচএন