ইসলামী বক্তা আবু ত্ব-হা’র খোঁজ মিলেছে
প্রকাশিতঃ 3:15 pm | June 18, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
প্রায় সপ্তাহখানেক পর ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ও তার তিন সঙ্গীর সন্ধান পেয়েছে পুলিশ। আবু ত্ব-হা মোহাম্মদ আদনান বর্তমানে রংপুরের কোতোয়ালি থানায় রয়েছেন।
শুক্রবার (১৮ জুন) বিকেল ৩টায় তাকে শ্বশুর বাড়ি রংপুর নগরের আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টার পাড়া থেকে থানায় নিয়ে যায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের এডিসি (ডিবি মিডিয়া) ফারুক আহমেদ।
তিনি বলেন, আবু ত্ব-হাকে পাওয়া গেছে। তিনি উদ্ধার হয়েছেন। এই মুহূর্তে এইটুকু তথ্য আছে। এ বিষয়ে বিস্তারিত দ্রুত সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানানো হবে।
এর আগে গত বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে তিন সঙ্গীসহ আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান রংপুর থেকে একটি গাড়িতে ঢাকায় রওনা দেন। রাতে মোবাইল ফোনে সর্বশেষ কথা হলে তিনি সাভারে যাচ্ছেন বলে তার মাকে জানান।
এরপর রাত ২টা ৩৬ মিনিটে স্ত্রী আবিদা নূরের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় আদনানের। তিনি সাভার যাচ্ছেন বলে জানান। তারপর থেকেই তার ফোন বন্ধ থাকায় আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
আদনানের সঙ্গে আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ছিলেন। ওই রাত থেকে তাদের মোবাইল ফোনও বন্ধ। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি শেষে তাকে না পেয়ে শুক্রবার বিকেলে রংপুর কোতোয়ালি থানায় জিডি করেন আদনানের মা আজেদা বেগম।
কালের আলো/ডিআরবি/এমএম